Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ
সাম্প্রতিক অর্জন - 
 
  • সাম্প্রতিক বছরসমূহের ( বছর) প্রধান অর্জনসমূহ:
  • বাংলাদেশ এলডিসি পর্যায়ে উত্তরনের প্রেক্ষাপটে এবং ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার প্রাণীজ আমিষের (দুধ, ডিম ও মাংস) চাহিদা মেটাতে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ, সম্প্রসারণ ও জাত উন্নয়ন ক্ষেত্রে পঞ্চগড় সদর উপজেলায় অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।
  •  সাম্প্রতিক অর্থবছরসমূহে গবাদিপশুর জাত উন্নয়নে যথাক্রমে ১২৪৩৫;১২১৬৪;১১৩৩৫ টি প্রজননক্ষম গাভী/ বকনাকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছে। উৎপাদিত সংকর জাতের বাছুরের সংখ্যা যথাক্রমে ৩৬৫৪;৩৯৫৬;৪৪৩৫ টি।
  •  বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ ও সম্প্রসারণে যথাক্রমে ৬২৭৭৪০;৫৬৭৯৭৭;৬৫৮৬৭৮ টি গবাদিপশু ও পাখিকে টিকা প্রদান করা হয়েছে এবং যথাক্রমে ১৫৩৬৬২;১৩৪৩২৯;১৯০১০১ টি গবাদি পশু-পাখিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
  •  খামারির সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে যথাক্রমে ৫৬৯;৫৫৪;৪৭১ জন খামারীকে প্রশিক্ষণ প্রদানসহ যথাক্রমে ৪৮;৫৪;৬০ টি উঠান বৈঠক পরিচালনা করা হয়েছে।
  •  নিরাপদ ও মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদনে যথাক্রমে ৯২;১১;১০৬ টি খামার/ফিডমিল/হ্যাচারি পরিদশন ২১;৫৪;৬০; জন মাংস প্রক্রিয়াজাতকারী প্রশিক্ষণ এবং ১;১;৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

২০২১-২২ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

;
 
             বিগত ৩ (তিন) বছরে পঞ্চগড় সদর উপজেলায় প্রাণিজ পণ্যের উৎপাদন বিবরণ
 
ক্রঃ নং উৎপাদিত পণ্য              ২০১৯-২০                      ২০২০-২১                    ২০২১-২২
 দুধ (মে. টন)                           ১৫০১৫                          ১৫৭৬৮                      ২০৬৫৭
 মাংস (মে. টন)                        ২০৫৬৭                         ২২৮৬৭                     ২৩৫৫৬
 ডিম (কোটি)                            ৮.৫০                           ৮.৯৬                            ৯.১২