সাম্প্রতিক অর্জন ঃ
২০১৭-১৮ অর্থ বৎসরে বাংলাদেশের জিডিপিতে স্থিরমূল্যে প্রাণিসম্পদ খাতের অবদান ১.৫৪% এবং প্রবৃদ্ধির হার ৩.৪০% (বাংলদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৭)। মোট কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৩.৬২%। জনসংখ্যার প্রায় ২০% প্রত্যক্ষভাবে এবং ৪৮% পরোক্ষভাবে প্রাণিসম্পদ খাতের উপর নির্ভরশীল। কৃষিনির্ভর পঞ্চগড় উপজেলার অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের অবদান ব্যাপক। এই উপজেলায় প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে গবাদিপশু, হাঁস-মুরগি ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিসহ সংরক্ষণ, রোগ নিয়ন্ত্রণ ও জাত উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে উপজেলায় বর্তমানে প্রাণিজ আমিষের মূল উৎস দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়ে জনপ্রতি প্রাপ্যতা যথাক্রমে ১২৮ মিলি, ১৩৭ গ্রাম ও ৮৮ টি হয়েছে।
বিগত ৩ (তিন) বছরে পঞ্চগড় সদর উপজেলায় প্রাণিজ পণ্যের উৎপাদন বিবরণ
ক্রঃ নং উৎপাদিত পণ্য ২০১৬-১৭ ২০১৭-১৮ ২০১৮-১৯
১ ২ ৩ ৪ ৫
১ দুধ (মে. টন) ৯১১৩ ১২৬৯৮ ১৪২৭১
২ মাংস (মে. টন) ১৩৬৭২ ৮৮৪০ ১০০৬৬
৩ ডিম (কোটি) ৪.২ ৭.০১ ৮.২৫